সেই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মামলা
অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার হাতে বিদ্যুৎকর্মী অবরুদ্ধ হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ ফরিদগঞ্জ সমিতি মামলা করেছে। যদিও তারা ওই দিন সংবাদমাধ্যমকে বলেছিল, ঘটনার সমাধান হয়ে গেছে। গত মঙ্গলবার ফরিদগঞ্জ থানা-পুলিশ পল্লী বিদ্যুতের এজিএমের (কম) করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।