Ajker Patrika

ফরিদগঞ্জে কিশোরের আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে কিশোরের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরহাদ (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য কেরোয়া গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার পাটওয়ারী বাড়ির আমিন উল্যার ছোট ছেলে।

ফাঁস দেওয়া কিশোর ফরহাদের বোন রহিমা বেগম জানান, তার ভাই কৃষি কাজ করত। গত কয়েক দিন নিয়মিত কাজ করত না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চলত। ঘটনার দিন সকালে ফরহাদ তাঁর কাছ থেকে ৫০ টাকা চাইলে তিনি তা দেননি। কারণ টাকা নিলে সে ধূমপান করে। টাকা না দেওয়ার কারণে তাঁর ভাই ঘরে ঢুকে করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাঁরা ঘরে গিয়ে দেখেন, সে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, ‘দুপুর আড়াইটার সময় ফরহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসো হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’ 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা ফরহাদ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত