Ajker Patrika

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৬: ০৫
অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আকাশ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আকাশ ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের চরবাঘল গ্রামের সুমন মিয়ার ছেলে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সকালে একই এলাকার সানাউল্যার ছেলে রাহাত (১৬) নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে নয়ারহাট এলাকা থেকে আইলের রাস্তার যাত্রী নিয়ে রওনা দেয়। হাঁসা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আকাশ ও রাহাতকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। 

আকাশ ও রাহাত সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বলে জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, ‘আজ সকালে ইমার্জেন্সি বিভাগে দুজনকে নিয়ে এলে আমরা পরীক্ষা করে আকাশকে মৃত অবস্থায় পেয়েছি। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত