কাপ্তাইয়ে সাবেক ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
এ বিষয়ে নিহতের ছেলে মো. আরিফ বলেন, ‘বাবা কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এ সময় পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দাদুর পালিত পুত্র মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবেন।’