সড়কে ছড়িয়ে ছিল বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, পরে উদ্ধার
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের একটি সড়ক থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করেছে প্রশাসন। গতকাল শনিবার বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী মসজিদের অদূরে সড়ক থেকে এসব জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এনআইডি কীভাবে সড়কে গেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।