ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, রিসেপশন থেকে রোগনির্ণয়—সবই করেন এক টেকনিশিয়ান
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই। তবু এখানে চলছে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা; দেওয়া হচ্ছে রিপোর্ট। একজন টেকনিশিয়ান দিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টারটি। তিনি রিসেপশন থেকে শুরু করে স্যাম্পল সংগ্রহ, ল্যাবে পরীক্ষা, রিপোর্ট দেওয়াসহ সব কাজ করেন।