আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে আশপাশের বসতভিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে। ইতিমধ্যে দুটি বসতঘর ধসে গেছে। ফলে আরও বাড়িঘর ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী বাচ্চু মিয়া ও বাবুল মিয়া জানান, প্রায় এক মাস ধরে স্থানীয় তুলাইশীমুল এলাকার বিল্লাল ভূঁইয়া ধানি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন খারকুট এলাকায়। লাগাতার মাটি কাটায় অনেকটা জায়গা পুকুরের মতো হয়ে গেছে। সেখানে কোনো বাঁধ বা সুরক্ষাব্যবস্থা না থাকায় তাঁদের বসতভিটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের দাবি, ইতিমধ্যে বসতবাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে ঘরের খাট, নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার কারণে আশপাশের আরও বেশ কয়েকটি ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে, নতুনভাবে তৈরি হওয়া পুকুরের পাড়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় ধসে পড়ছে মাটি, সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ ও১ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে বিল্লাল ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে আশপাশের বসতভিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে। ইতিমধ্যে দুটি বসতঘর ধসে গেছে। ফলে আরও বাড়িঘর ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী বাচ্চু মিয়া ও বাবুল মিয়া জানান, প্রায় এক মাস ধরে স্থানীয় তুলাইশীমুল এলাকার বিল্লাল ভূঁইয়া ধানি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন খারকুট এলাকায়। লাগাতার মাটি কাটায় অনেকটা জায়গা পুকুরের মতো হয়ে গেছে। সেখানে কোনো বাঁধ বা সুরক্ষাব্যবস্থা না থাকায় তাঁদের বসতভিটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের দাবি, ইতিমধ্যে বসতবাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে ঘরের খাট, নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার কারণে আশপাশের আরও বেশ কয়েকটি ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে, নতুনভাবে তৈরি হওয়া পুকুরের পাড়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় ধসে পড়ছে মাটি, সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ ও১ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে বিল্লাল ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪১ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে