হালদায় থামছে না মা মাছের মৃত্যু, দূষণের উৎস খুঁজছে তদন্ত কমিটি
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় ভেসে উঠছে মৃত মা মাছ। এতে উদ্বিগ্ন ডিম সংগ্রহকারীরাসহ সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, শাখা খাল দিয়ে কলকারখানার বর্জ্যে নদীদূষণ ও মৎস্য শিকারিদের নিয়ম না মানার কারণে মা মাছের মৃত্যু ঘটছে। তা ছাড়া নদীর ফটিকছড়ির ভূজপুর ও হারুয়ালছড়ি এলাকার দুই রাবার ড্যাম