আখাউড়ায় সীমান্ত অতিক্রম করা ১৫ গরু ফেরত দিল বিএসএফ
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পাশে, কালিকাপুর গ্রামের সীমান্তবর্তী জমিতে ঘাস খাওয়ার সময় গরুগুলো ভারতের সীমানায় প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বিএসএফ গরুগুলো আটক করে নেয়।