Ajker Patrika

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো তাছকিয়া বেগম (৩) ও তারা নূর (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তাছকিয়া উপজেলার কুন্ডা গ্রামের মাফিকুল মিয়ার মেয়ে। তারা নূর উপজেলার ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার কুন্ডা গ্রামে ফুফার বাড়িতে বেড়াতে আসে তারা নূর। আজ শনিবার দুপুরে তাছকিয়া ও তারা নূর বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাছকিয়ার বড় ভাই শাকিল মিয়া বলে, ওরা দুজন বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের লাশ পাওয়া যায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...