দীর্ঘ অপেক্ষার পর সড়ক সংস্কার, তা-ও সাময়িক
দেড় বছর অপেক্ষার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের বাজার জামে মসজিদের সামনের সড়ক সংস্কার শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল সোমবার দুপুর থেকে এই সংস্কারকাজ শুরু করে প্রতিষ্ঠানটি। তবে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কাজের সুপারভাইজার বলছেন, এটা সাময়িক সংস্কার, পরে পুনর্নির্মাণ করা হবে।