Ajker Patrika

করোনার সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১১: ১৮
করোনার সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা শনাক্ত কয়েক দিনে বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা; বিশেষ করে জ্বর-সর্দি-কাশি দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জেড মো. ছলিম।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে, বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশি। সপ্তাহ শেষে দেশের অন্যান্য এলাকার মতো নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

মো. ছলিম বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা করাতে অনেকে ভয় পান, আবার অনেকে অবহেলা করে নমুনা দিতে আসেন না। এ কারণে নমুনা পরীক্ষার সংখ্যা কম।’

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৪ জন। তাঁদের সবার করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়। গত ১ সপ্তাহে নমুনা দেন ২৬ জন। তাঁদের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন ৭ জন। তবে করোনা বাড়তে থাকায় শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় শনাক্ত হয়েছে ২৯১ জনের। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৬ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এ ছাড়া এই কার্যক্রমের আরও পরিকল্পনা হাতে নিয়েছেন বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত