নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির ধর্মেরছড়ায় ব্রেক ফেল করে একটি যাত্রী ও মালবাহী জিপ উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। এ সময় আহত হন আরও ১৮ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাফর আলম (৫৭)। আহতরা হলেন, পাইনছড়ি গ্রামের নুমা প্রূ (৬০), থোয়াইছিপ্রু (৭০), মনজুর আলম (২০), ধুই মং চিং (২৫), থোয়াইচিং প্রূ (২), সালামত উল্লাহ (২৮), আবদুল মান্নান (২০), দেলওয়ার হোসেন (২১), মংথোয়াচিং (৫০), মোহাম্মদ আমিন (১৮), রিয়াজুল আলম (৩২), বদি আলম (২১)। আহত বাকিদের নাম পাওয়া নি।
দুর্ঘটনায় আহত, মোহাম্মদ হাশেম বলেন, ‘সাপ্তাহিক হাটের দিন বিকেল সাড়ে ৩টার দিকে গর্জনিয়া বাজার থেকে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সড়কে যাত্রা শুরু করে।
এ সময় জিপটির ভেতরে ৫ থেকে ৭ জন যাত্রী ও মালামাল এবং জিপটির ছাদে ১২ / ১৪ জন যাত্রী ছিল। জিপটি সড়কের পাইনছড়ি ধর্মেরছড়া প্রথম উঠনিতে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে পাহাড়ের পাদদেশে ধাবিত অবস্থায় উল্টে যায়।’ খবর পেয়ে পাইনছড়ি ক্যাম্পের বিজিবি ঘটনাস্থল পরিদর্শনে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নিহত ১ জনকে উদ্ধার করেছ পুলিশ। আহতদের মধ্যে ১৭ জনকে কক্সবাজার হাসপাতালে অপর ১ জনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এদিকে নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, আহত ১৭ জনকে নিয়ে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ছুটে গেছেন। বাকি ১ জনকে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জিপ চালক চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে।
নাইক্ষ্যংছড়ির ধর্মেরছড়ায় ব্রেক ফেল করে একটি যাত্রী ও মালবাহী জিপ উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। এ সময় আহত হন আরও ১৮ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাফর আলম (৫৭)। আহতরা হলেন, পাইনছড়ি গ্রামের নুমা প্রূ (৬০), থোয়াইছিপ্রু (৭০), মনজুর আলম (২০), ধুই মং চিং (২৫), থোয়াইচিং প্রূ (২), সালামত উল্লাহ (২৮), আবদুল মান্নান (২০), দেলওয়ার হোসেন (২১), মংথোয়াচিং (৫০), মোহাম্মদ আমিন (১৮), রিয়াজুল আলম (৩২), বদি আলম (২১)। আহত বাকিদের নাম পাওয়া নি।
দুর্ঘটনায় আহত, মোহাম্মদ হাশেম বলেন, ‘সাপ্তাহিক হাটের দিন বিকেল সাড়ে ৩টার দিকে গর্জনিয়া বাজার থেকে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সড়কে যাত্রা শুরু করে।
এ সময় জিপটির ভেতরে ৫ থেকে ৭ জন যাত্রী ও মালামাল এবং জিপটির ছাদে ১২ / ১৪ জন যাত্রী ছিল। জিপটি সড়কের পাইনছড়ি ধর্মেরছড়া প্রথম উঠনিতে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে পাহাড়ের পাদদেশে ধাবিত অবস্থায় উল্টে যায়।’ খবর পেয়ে পাইনছড়ি ক্যাম্পের বিজিবি ঘটনাস্থল পরিদর্শনে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নিহত ১ জনকে উদ্ধার করেছ পুলিশ। আহতদের মধ্যে ১৭ জনকে কক্সবাজার হাসপাতালে অপর ১ জনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এদিকে নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, আহত ১৭ জনকে নিয়ে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ছুটে গেছেন। বাকি ১ জনকে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জিপ চালক চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে