প্রজননকালে কাটা হচ্ছে বাঁশ
বাঁশের প্রজনন বৃদ্ধির জন্য জুন-আগস্ট ৩ মাস বাঁশ কাটা এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঁশদস্যুরা তা মানছে না। এতে বিনাশ হচ্ছে চারাসহ মা বাঁশ। অভিযোগ উঠেছে, উপজেলার বাঁশদস্যুরা বন বিভাগ ও আইনি কর্মকর্তাদের টাকা দিয়ে এসব বাঁশ কাটছেন।