বান্দরবান প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদালত নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবান পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহকে কারণ দর্শাতে বলেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই নির্দেশ দেন।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত।
আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে এক স্ট্যাটাসে মিঠুন সিংহ তাঁর আইডি থেকে বিচারব্যবস্থা সম্পর্কে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতকে অভদ্র ও ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করে পোস্ট দেন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এটি তিনি করতে পারেন না বলে আদালত শোকজ করেছেন। বিষয়টি দৃষ্টগোচর হওয়ায় বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান পুলিশের উপপরিদর্শক মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বলেন, ‘আদালতের কারণ দর্শানো সম্পর্কে আমি অবহিত নই। তবে আমার ফেসবুক আইডি কয়েক দিন ধরে সমস্যা করছে। নিজেই আইডি ঠিকমতো ব্যবহার করতে পারছি না। বিষয়টি অবগত করে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’
বান্দরবান জেলা সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালত সম্পর্কে ফেসবুকে কোনো অশোভন মন্তব্য করতে পারেন না। এমন মন্তব্য করলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতের কাছে জবাব দিতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদালত নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবান পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহকে কারণ দর্শাতে বলেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই নির্দেশ দেন।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত।
আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে এক স্ট্যাটাসে মিঠুন সিংহ তাঁর আইডি থেকে বিচারব্যবস্থা সম্পর্কে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতকে অভদ্র ও ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করে পোস্ট দেন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এটি তিনি করতে পারেন না বলে আদালত শোকজ করেছেন। বিষয়টি দৃষ্টগোচর হওয়ায় বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান পুলিশের উপপরিদর্শক মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বলেন, ‘আদালতের কারণ দর্শানো সম্পর্কে আমি অবহিত নই। তবে আমার ফেসবুক আইডি কয়েক দিন ধরে সমস্যা করছে। নিজেই আইডি ঠিকমতো ব্যবহার করতে পারছি না। বিষয়টি অবগত করে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’
বান্দরবান জেলা সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালত সম্পর্কে ফেসবুকে কোনো অশোভন মন্তব্য করতে পারেন না। এমন মন্তব্য করলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতের কাছে জবাব দিতে হবে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে