উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গুলির শব্দ। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা।
তুমব্রু এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে রাখাইনের মংডুতে হওয়া গোলাগুলির শব্দ কমপক্ষে ৫০ বারের মতো শোনা গেছে। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সেলফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের পর থেকে একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে আগে সীমান্ত ঘেঁষা এলাকায় গোলাগুলি হতে দেখা গেলেও আজ গোলাগুলির শব্দে মনে হয়েছে সংঘর্ষস্থল সীমান্ত থেকে কিছুটা দূরের এলাকায়।’
জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে। মর্টার শেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
ঘুমধুম উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ জানান, গোলাবারুদের শব্দে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ওড়াউড়ির কারণে মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে। প্রায়ই আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানগুলো উড়তে দেখা যায়।
মোহাম্মদ আজিজ বলেন, ‘গত ২৮ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর দুই দফায় চারটি মর্টার শেল এসে পড়েছিল তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়।’
এদিকে, মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সেদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সম্প্রতি সেই সংঘর্ষ আরও বেড়েছে। উভয়পক্ষের হতাহতের খবরও আসছে বিভিন্ন গণমাধ্যমে।
আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর মূল সংঘর্ষ চলছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। এর ফলে এই সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশেও।
উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গুলির শব্দ। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা।
তুমব্রু এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে রাখাইনের মংডুতে হওয়া গোলাগুলির শব্দ কমপক্ষে ৫০ বারের মতো শোনা গেছে। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সেলফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের পর থেকে একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে আগে সীমান্ত ঘেঁষা এলাকায় গোলাগুলি হতে দেখা গেলেও আজ গোলাগুলির শব্দে মনে হয়েছে সংঘর্ষস্থল সীমান্ত থেকে কিছুটা দূরের এলাকায়।’
জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে। মর্টার শেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
ঘুমধুম উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ জানান, গোলাবারুদের শব্দে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ওড়াউড়ির কারণে মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে। প্রায়ই আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানগুলো উড়তে দেখা যায়।
মোহাম্মদ আজিজ বলেন, ‘গত ২৮ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর দুই দফায় চারটি মর্টার শেল এসে পড়েছিল তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়।’
এদিকে, মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সেদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সম্প্রতি সেই সংঘর্ষ আরও বেড়েছে। উভয়পক্ষের হতাহতের খবরও আসছে বিভিন্ন গণমাধ্যমে।
আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর মূল সংঘর্ষ চলছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। এর ফলে এই সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশেও।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে