চরের মাটি যাচ্ছে ইটভাটায়
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিভিন্ন নদ-নদীর বুকে জেগে ওঠা চরের মাটি একটি চক্র কেটে নিয়ে চড়া দামে বিক্রি করছেন ইটভাটায়। অপরিকল্পিতভাবে চরের মাটি কাটার কারণে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, মাটিকাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কিছুই বলছেন না।