পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কঠোর লকডাউনে মানুষের মধ্যে সচেতনতা না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় প্রতিনিয়ত করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টিনে আছেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় সকল ঘরের লোকজনদের মাঝে করোনার উপসর্গ আছে। তাঁদের মধ্যে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না নিয়ে ঘরে বসে গোপনে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমনকি করোনার ভয়ে অনেকের নমুনা পরীক্ষাতেও অনাগ্রহ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যে সকল রোগী হোম কোয়ারেন্টিনে আছেন তাঁদেরকে নিয়মিত মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বোত্তম সেবা দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প কোন কিছুই নাই।
প্রশান্ত কুমার সাহা আরও বলেন, চলমান লকডাউন বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭টি মামলায় ৫২ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান।
পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কঠোর লকডাউনে মানুষের মধ্যে সচেতনতা না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় প্রতিনিয়ত করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টিনে আছেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় সকল ঘরের লোকজনদের মাঝে করোনার উপসর্গ আছে। তাঁদের মধ্যে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না নিয়ে ঘরে বসে গোপনে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমনকি করোনার ভয়ে অনেকের নমুনা পরীক্ষাতেও অনাগ্রহ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যে সকল রোগী হোম কোয়ারেন্টিনে আছেন তাঁদেরকে নিয়মিত মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বোত্তম সেবা দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প কোন কিছুই নাই।
প্রশান্ত কুমার সাহা আরও বলেন, চলমান লকডাউন বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭টি মামলায় ৫২ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান।
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মে) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেহত্যা, অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ ৩৩ মামলার আসামি কাজী তারেককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেটাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয়। হয়রানি করা হয় বছরের পর বছর। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে উঠে এসেছে এমন তথ্য।
৬ মিনিট আগেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
১২ মিনিট আগে