মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে চান বারেক
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা আবদুল বারেক খান। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েও পাননি বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি। বর্তমানে অসুস্থ হয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। তাঁর ইচ্ছা, মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া।