Ajker Patrika

মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে চান বারেক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৬
মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে চান বারেক

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা আবদুল বারেক খান। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েও পাননি বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি। বর্তমানে অসুস্থ হয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। তাঁর ইচ্ছা, মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া।

জানা গেছে, আবদুল বারেক খান আর্মি ও রাজাকারদের হাতে ধরা পড়েন। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে মুজিব বাহিনীর চরবিশ্বাস ট্রেনিং সেন্টারে যোগ দেন। ট্রেনিংয়ে থাকা অবস্থায় গলাচিপা পানপট্টি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনিও অংশ নেন। আবদুল বারেক খান বলেন, ওই সময় মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহ, যুদ্ধকালীন কমান্ডার তোফায়েল আহমেদ, কোম্পানি কমান্ডার সর্দার জাহাঙ্গীর, ট্রেইনার নাজমুল হুদা, সাংবাদিক হাবিবুল্লাহ রানা এবং শাহ আলম তালুকদার।

শুধু বারেক খান নন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বর্তমান মুক্তিযোদ্ধাদের সুপারিশপ্রাপ্ত কলাপাড়া উপজেলার ৪৪ জন মুক্তিবাহিনীর সদস্য এখনো পাননি মুক্তিযোদ্ধা সনদ। তাঁদের অবিলম্বে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার দাবি বর্তমান মুক্তিযোদ্ধাদের। সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে খুব শিগগির পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করবে সরকার, এমন প্রত্যাশা তাঁদের।

কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন বলেন, ‘উপজেলার ৪৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাই করে উপজেলা প্রশাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। পরে মন্ত্রণালয় থেকে তালিকা ছোট করে পাঠাতে বলা হয়েছে। আমরা আবদুল বারেকসহ ১১ জনের তালিকা পাঠিয়েছি। এঁরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় এঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। এই ৪৪ জনের সবাইকে তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’

কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, ‘বর্তমানে এই মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করছি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই মুক্তিযোদ্ধাদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত