Ajker Patrika

বিদ্যালয়ের জমি দেখিয়ে নদীতীরের মাটি বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১: ৪১
বিদ্যালয়ের জমি দেখিয়ে নদীতীরের মাটি বিক্রি

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতীরের মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। অভিযোগ উঠেছে, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জায়গা দেখিয়ে অবসরপ্রাপ্ত খণ্ডকালীন চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মোতালেব মিয়া এ মাটি বিক্রি করেছেন।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার নীলগঞ্জ ইউপির হোসেনপুর গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদী তীর থেকে বিভিন্ন ইটভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি বিক্রি করছে একটি চক্র।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেছেন, মোতালেব মিয়ার চাকরি না থাকলেও, বর্তমানে তিনি বিদ্যালয়ের নামে থাকা সব জমিজমা দেখভাল করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের নাম বিক্রি করে নদী তীরের মাটি বিক্রি করেছেন। স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে কাঠা প্রতি ৩ হাজার টাকা দরে ইটভাটায় মাটি বিক্রি করেছেন তিনি।

হোসেনপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, চক্রটি লাগাতার মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে জঙ্গল বিনষ্ট হচ্ছে। পাশাপাশি কৃষিজমির মাটি কেটে নেওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন নদীর তীরের মাটিও কেটে নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ফরাজী বলেন, ‘মাটি কাটার ফলে আমাদের রাস্তা ভেঙে যাচ্ছে। এ ছাড়া মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মাঝি বলেন, ‘দপ্তরি মোতালেব আমার কাছে বিদ্যালয়ের জমি দেখিয়ে কাঠা ৩ হাজার টাকা দরে মাটি বিক্রি করেছেন। তাই আমি মাটি কেটে নিয়েছি।’

এ বিষয়ে মোতালেব মিয়া বলেন, ‘মাটি বিক্রি করলে কী হয়েছে! আমি চর দিয়া মাটি বিক্রি করছি।’

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘বিষয়টি আমি জানি না। মোতালেব বর্তমানে খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন। যদি প্রতিষ্ঠানের জমির মাটি বিক্রি করে থাকেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসনাত মো. শহীদুল বলেন, ‘যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সেখানে মাটি বিক্রি করার কোনো সুযোগ নেই। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত