Ajker Patrika

হোটেল মালিকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৪
হোটেল মালিকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক গৃহপরিচারিকাকে (৩৫) ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। এ নিয়ে গতকাল সোমবার দুপুরে উপজেলার মহিপুর থানার সদর ইউপির বাজারে খানাপিনা রেস্তোরাঁয় অর্ধশতাধিক মানুষের সামনে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এ সময় ওই হোটেলের সামনে স্থানীয়রা ভিড় জমান।

ভুক্তভোগী ওই নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, অভাবের তাড়নায় প্রায় দেড় মাস আগে আবাসিক হোটেল ‘সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরাঁয়’ গৃহপরিচারিকার কাজ নেন তিনি। হোটেলের মালিক আবু হানিফের সঙ্গে মাসিক চুক্তিবদ্ধ হন তিনি। কাজ শুরু করার কিছুদিন পর থেকে আবাসিক হোটেলে আগত একাধিক মানুষদের সঙ্গে অনৈতিক কাজে বাধ্য করেন হানিফ।

ভুক্তভোগী বলেন, এক একবার অনৈতিক কাজ শেষে আমাকে ১৫০ টাকা দেওয়া হতো। সবশেষে তিন দিন আগে হানিফ নিজেই আমাকে ধর্ষণ করে। দিনদিন পরিস্থিতি খারাপ হওয়ায় এসব বিষয় আমি মালিকের স্ত্রীকে জানাই। এরপর কাজ না করার শর্তে হোটেল থেকে চলে যাই। কিন্তু আজ সোমবার আমার বকেয়া বেতন নিতে আসলে আমাকে মারধর করে এবং ভয় দেখায় হানিফ। বাধ্য হয়ে আমি মানুষের সামনে সবকিছু ফাঁস করেছি।’

এ বিষয়ে অভিযুক্ত হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে ফাঁসাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আমি তাঁকে ধর্ষণ করিনি।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী মহিপুর থানায় অবস্থান করছেন।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনদের নিয়ে থানায় এসেছেন। আমরা অভিযোগ নিচ্ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত