‘সাইড দিতে গেলেই মনে হতো এই বুঝি বাস উল্টে গেল’
কোনো গাড়ি ওভারকেট করতে কিংবা সাইড দিতে গেলেই মনে হতো এই বুঝি বাস উল্টে গেল, মারা যাচ্ছি! ঢাকার সায়েদাবাদ থেকে বাস ছাড়ার পর থেকে প্রতি মুহূর্তেই মারা যাওয়ার অজানা আতঙ্কে কেটেছে। বাসের সব যাত্রী বারবার চালককে আস্তে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেছে, কিন্তু সে কারওই কথা শোনেনি...