আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলের শুরুতে বিশ্বের বেশির ভাগ দেশের ওপরই রিসিপ্রোক্যাল ট্যারিফ বা ‘পাল্টাপাল্টি শুল্ক’ আরোপ করেছিল। এই ঘোষণার কিছুদিন পরই ৯ জুলাই পর্যন্ত তিনি সেই শুল্ক স্থগিত করেন। নির্ধারিত সেই সময়ের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ে একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে পাকিস্তান। এমন খবরই দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
ডনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে পাকিস্তান। আগামী ৯ জুলাইয়ের নির্ধারিত সময়সীমার আগেই ওয়াশিংটনে ৪ দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দুই দেশ এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাকিস্তানের বাণিজ্যসচিব জাওয়াদ পালের নেতৃত্বে প্রতিনিধি দল এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করা, যাতে পাকিস্তানি পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক পুনরায় আরোপের ঝুঁকি এড়ানো যায়। মূলত কৃষিপণ্য ও টেক্সটাইল খাত এই শুল্কের আওতায় রয়েছে। চলতি বছরের শুরুতে সাময়িকভাবে এই শুল্ক সুবিধা স্থগিত করা হলেও জুলাই ৯-এর মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে তা ফের কার্যকর হওয়ার আশঙ্কা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে এবং এর আওতায় শুধু শুল্ক সুবিধা নয়, যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পণ্য আমদানি এবং মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে। বিশেষ করে পাকিস্তানের খনিজ, জ্বালানি ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। আলোচনায় তামা ও সোনার খনি প্রকল্প ‘রেকো ডিক’ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
চুক্তিটি হলে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পথ খুলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আগে ইঙ্গিত দিয়েছিলেন, যদি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়, তাহলে যুক্তরাষ্ট্র সময়সীমা নিয়ে নমনীয়তা দেখাতে পারে। তবে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, তারা দ্রুত আলোচনার মাধ্যমে চুক্তি চূড়ান্ত করতে চান, যাতে রপ্তানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দূর হয়। কর্মকর্তারা আরও জানান, চূড়ান্ত চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে চলমান আলোচনা শেষ হওয়ার পর দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে শুধু শুল্ক সুবিধা নয়, পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিগত ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত উচ্চ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলের শুরুতে বিশ্বের বেশির ভাগ দেশের ওপরই রিসিপ্রোক্যাল ট্যারিফ বা ‘পাল্টাপাল্টি শুল্ক’ আরোপ করেছিল। এই ঘোষণার কিছুদিন পরই ৯ জুলাই পর্যন্ত তিনি সেই শুল্ক স্থগিত করেন। নির্ধারিত সেই সময়ের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ে একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে পাকিস্তান। এমন খবরই দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
ডনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে পাকিস্তান। আগামী ৯ জুলাইয়ের নির্ধারিত সময়সীমার আগেই ওয়াশিংটনে ৪ দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দুই দেশ এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাকিস্তানের বাণিজ্যসচিব জাওয়াদ পালের নেতৃত্বে প্রতিনিধি দল এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করা, যাতে পাকিস্তানি পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক পুনরায় আরোপের ঝুঁকি এড়ানো যায়। মূলত কৃষিপণ্য ও টেক্সটাইল খাত এই শুল্কের আওতায় রয়েছে। চলতি বছরের শুরুতে সাময়িকভাবে এই শুল্ক সুবিধা স্থগিত করা হলেও জুলাই ৯-এর মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে তা ফের কার্যকর হওয়ার আশঙ্কা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে এবং এর আওতায় শুধু শুল্ক সুবিধা নয়, যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পণ্য আমদানি এবং মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে। বিশেষ করে পাকিস্তানের খনিজ, জ্বালানি ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। আলোচনায় তামা ও সোনার খনি প্রকল্প ‘রেকো ডিক’ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
চুক্তিটি হলে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পথ খুলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আগে ইঙ্গিত দিয়েছিলেন, যদি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়, তাহলে যুক্তরাষ্ট্র সময়সীমা নিয়ে নমনীয়তা দেখাতে পারে। তবে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, তারা দ্রুত আলোচনার মাধ্যমে চুক্তি চূড়ান্ত করতে চান, যাতে রপ্তানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দূর হয়। কর্মকর্তারা আরও জানান, চূড়ান্ত চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে চলমান আলোচনা শেষ হওয়ার পর দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে শুধু শুল্ক সুবিধা নয়, পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিগত ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত উচ্চ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইরানের ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশমুখী একাধিক ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালানের জাহাজও রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের জ্বালানি রপ্তানি নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানের সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন...
৯ ঘণ্টা আগেশতাব্দীপ্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান চট্টগ্রাম সমিতি-ঢাকা। সম্প্রতি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একটি চক্র সমিতির কার্যালয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগেবর্ষায় উৎপাদন ব্যাহত, বৃষ্টিতে সরবরাহ সমস্যা আর দুই মৌসুমের ফাঁদসহ নানা কারণে সবজির দাম কয়েক মাস ধরেই বেশি। সেই বাড়তি দাম আরও বেড়েছে চলতি সপ্তাহে। ১ কেজি বেগুন কিনতে এখন ক্রেতার খরচ হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা বেশি। শুধু বেগুনই নয়, চলতি সপ্তাহে পটোল, ঢ্যাঁড়স, বরবটি, কাঁকরোল
১ দিন আগেইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার এখনো এস আলমের মালিকানায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক তা জব্দ করলেও শেয়ার লিকুইডেশন করে ব্যাংকের দায় শোধ করছে না। ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সচেতন ব্যবসায়ী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত
১ দিন আগে