আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো বাণিজ্য চুক্তি ‘হুমকির ভিত্তিতে নয়, বরং সম্মানের ভিত্তিতে’ হতে হবে বলে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইইউ থেকে আসা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই ইইউয়ের বাণিজ্যপ্রধান এই কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইইউয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির ধীর গতি নিয়ে হতাশা প্রকাশ করে এই বিশাল শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই নতুন শুল্ক আগামী ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর ইইউ বাণিজ্য কমিশনার মারোস শেফকোভিচ এক্সের এক পোস্টে জানিয়েছেন, ইইউ একটি ‘সৎ ও পারস্পরিক সম্মানের’ ভিত্তিতে চুক্তি করতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইইউ-মার্কিন বাণিজ্য সম্পর্ক অতুলনীয় এবং এটি পারস্পরিক শ্রদ্ধা দ্বারা পরিচালিত হওয়া উচিত, হুমকি দ্বারা নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত।’
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে অভিযোগ করেন, ইইউ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্যই তৈরি হয়েছে এবং ইইউয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০ মিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, ইইউয়ের সঙ্গে আলোচনা ‘কোথাও যাচ্ছে না’। শুল্ক আরোপই একমাত্র সমাধান।
যুক্তরাষ্ট্র গত বছর ইইউ থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য কিনেছে এবং ইইউতে পাঠিয়েছে প্রায় ৩৭৫ বিলিয়ন ডলারের পণ্য। এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ইইউ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছিল, যা এক সপ্তাহ পর কমিয়ে আনা হয়। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এখনো বহাল আছে। ট্রাম্প আইফোনসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন, তবে এটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন ঘটিয়েছে।
এদিকে, ইউরোপীয় অনেক নেতাই ট্রাম্পের এমন হুমকিতে হতাশ। ফরাসি বাণিজ্যমন্ত্রী লরেন্ট সেন্ট-মার্টিন বলেন, এই হুমকি আলোচনায় কোনো সাহায্য করবে না। ইইউয়ের বাণিজ্য কমিটির প্রধান, জার্মান এমইপি বার্ন্ড লাঙ্গে হুমকি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইইউ পাল্টা শুল্ক আরোপ করবে। তিনি বলেন, ‘আমরা নিজেদের চাপ দিতে দেব না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো বাণিজ্য চুক্তি ‘হুমকির ভিত্তিতে নয়, বরং সম্মানের ভিত্তিতে’ হতে হবে বলে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইইউ থেকে আসা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই ইইউয়ের বাণিজ্যপ্রধান এই কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইইউয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির ধীর গতি নিয়ে হতাশা প্রকাশ করে এই বিশাল শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই নতুন শুল্ক আগামী ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর ইইউ বাণিজ্য কমিশনার মারোস শেফকোভিচ এক্সের এক পোস্টে জানিয়েছেন, ইইউ একটি ‘সৎ ও পারস্পরিক সম্মানের’ ভিত্তিতে চুক্তি করতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইইউ-মার্কিন বাণিজ্য সম্পর্ক অতুলনীয় এবং এটি পারস্পরিক শ্রদ্ধা দ্বারা পরিচালিত হওয়া উচিত, হুমকি দ্বারা নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত।’
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে অভিযোগ করেন, ইইউ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্যই তৈরি হয়েছে এবং ইইউয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০ মিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, ইইউয়ের সঙ্গে আলোচনা ‘কোথাও যাচ্ছে না’। শুল্ক আরোপই একমাত্র সমাধান।
যুক্তরাষ্ট্র গত বছর ইইউ থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য কিনেছে এবং ইইউতে পাঠিয়েছে প্রায় ৩৭৫ বিলিয়ন ডলারের পণ্য। এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ইইউ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছিল, যা এক সপ্তাহ পর কমিয়ে আনা হয়। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এখনো বহাল আছে। ট্রাম্প আইফোনসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন, তবে এটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন ঘটিয়েছে।
এদিকে, ইউরোপীয় অনেক নেতাই ট্রাম্পের এমন হুমকিতে হতাশ। ফরাসি বাণিজ্যমন্ত্রী লরেন্ট সেন্ট-মার্টিন বলেন, এই হুমকি আলোচনায় কোনো সাহায্য করবে না। ইইউয়ের বাণিজ্য কমিটির প্রধান, জার্মান এমইপি বার্ন্ড লাঙ্গে হুমকি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইইউ পাল্টা শুল্ক আরোপ করবে। তিনি বলেন, ‘আমরা নিজেদের চাপ দিতে দেব না।’
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
৭ ঘণ্টা আগেচীনের পণ্য আমদানিতে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর থাকা ৩০ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে। এর ফলে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার প্রায় ১৩০ শতাংশে পৌঁছাতে পারে। আগামী ১ নভেম্বর বা তার আগেই এই নতুন শুল্ক কার্যকর হতে পারে।
৮ ঘণ্টা আগেইরানের ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশমুখী একাধিক ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালানের জাহাজও রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের জ্বালানি রপ্তানি নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানের সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন...
১৭ ঘণ্টা আগেশতাব্দীপ্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান চট্টগ্রাম সমিতি-ঢাকা। সম্প্রতি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একটি চক্র সমিতির কার্যালয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
১৮ ঘণ্টা আগে