নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে অবশেষে মূল্যসূচক বেড়েছে। টানা তিন কার্যদিবস মূল্যসূচকের পতনের পর আজ বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে মূল্যসূচক বাড়লেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে ২৭৩ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, তিন দিন টানা পতনের পর বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে তিন কার্যদিবসের সূচকটি কমেছিল ১৪৬ পয়েন্ট।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে শেয়ার লেনদেন লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত ছিল ৬০ টির দাম। বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সোনালি পেপার, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক।
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে বুধবার লেনদেনকৃত ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১২৪ টির, বেড়েছে ১০৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।
দেশের পুঁজিবাজারে অবশেষে মূল্যসূচক বেড়েছে। টানা তিন কার্যদিবস মূল্যসূচকের পতনের পর আজ বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে মূল্যসূচক বাড়লেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে ২৭৩ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, তিন দিন টানা পতনের পর বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে তিন কার্যদিবসের সূচকটি কমেছিল ১৪৬ পয়েন্ট।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে শেয়ার লেনদেন লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত ছিল ৬০ টির দাম। বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সোনালি পেপার, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক।
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে বুধবার লেনদেনকৃত ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১২৪ টির, বেড়েছে ১০৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।
বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
১ ঘণ্টা আগেচীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
৮ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
১১ ঘণ্টা আগে