Ajker Patrika

আগ্রহ কমছে অ্যাপ ব্যবহারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগ্রহ কমছে অ্যাপ ব্যবহারে

পুঁজিবাজারে অনলাইন লেনদেনের জন্য ২০১৬ সালের মার্চে চালু করা হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ। তবে প্রযুক্তিগত অগ্রগতির ধারায় দেশ এগিয়ে গেলেও উল্টো পথে হাঁটছে এই অ্যাপটির ব্যবহার। পরিসংখ্যান বলছে, গত তিন অর্থবছরে ধারাবাহিকভাবে কমেছে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা।

২০২৪-২৫ অর্থবছরে অ্যাপ ব্যবহারের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২৬ হাজার ৬৭ জনে, যা আগের বছরের তুলনায় ৬ হাজার ৮৩৩ জন বা প্রায় ২১ শতাংশ কম। অথচ ২০২১-২২ অর্থবছরে ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৭৭ হাজার ৯৪৯। এরপর থেকেই কমতির ধারা শুরু হয়।

তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৩ হাজার ৭৫৪ জন। পরের বছর কিছুটা বেড়ে ২০২০-২১ অর্থবছরে দাঁড়ায় ৬৮ হাজার ৮৯৫ জনে। ২০২১-২২ অর্থবছরে আরও কিছুটা বেড়ে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭ হাজার ৯৪৯ জনে। তবে এরপর ধারাবাহিকভাবে ব্যবহারকারীর সংখ্যা কমেছে। ২০২২-২৩ অর্থবছরে ৩১ হাজার ৩২৭ জন কমে দাঁড়ায় ৪৬ হাজার ৬২২ জনে। ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে দাঁড়ায় ৩২ হাজার ৯০০ জনে।

কেন কমছে ব্যবহার

পুঁজিবাজারসংশ্লিষ্টদের মতে, অ্যাপ ব্যবহারের এই পতনের পেছনে রয়েছে বাজারে দীর্ঘমেয়াদি মন্দা, মুনাফার অভাব, অ্যাপের বার্ষিক ফি চালু এবং ব্রোকারেজ হাউসগুলোর নিজস্ব অ্যাপ চালুর মতো কারণ।

Untitled-2

এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজারে দীর্ঘদিন ধরে বড় ধরনের সংশোধন চলছে। অনেকেই বিনিয়োগ করে লাভ করতে না পারায় অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন।

শুরুর দিকে ডিএসই মোবাইল অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যেত। তবে ২০২৩ সালের জুলাই থেকে নতুন ব্যবহারকারীদের জন্য বার্ষিক ১ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে পুরোনো ব্যবহারকারীদের ক্ষেত্রেও এই ফি কার্যকর হয়।

এ বিষয়ে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম বলেন, সেকেন্ডারি ও প্রাইমারি উভয় মার্কেটেই লাভের সুযোগ না থাকায় অনেকে এখন আর চার্জ দিয়ে অ্যাপ ব্যবহারে আগ্রহী হচ্ছেন না।

ডিএসইর অ্যাপ ব্যবহারে ধস নামার পেছনে আরেকটি বড় কারণ বিভিন্ন ব্রোকারেজ হাউসের নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করা। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগকারীরা বিনা মূল্যে লেনদেন করতে পারছেন। এর মধ্যে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল, শান্তা সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ ও রয়্যাল ক্যাপিটাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত