Ajker Patrika

৫৬৩ শতাংশ দর বৃদ্ধি, তবুও লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫৬৩ শতাংশ দর বৃদ্ধি, তবুও লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় হতাশ বিনিয়োগকারীরা

ছয় মাসে শেয়ার দর ৫৬৩ শতাংশের বেশি বৃদ্ধির পর আর কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় চলতি বছরের জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ‘নো ডিভিডেন্ড’ প্রদানের সিদ্ধান্ত নেয় কোম্পানির পর্ষদ। এতে হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। 

গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৩ সালেও লোকসান দিয়েছে খান ব্রাদার্স। শেয়ারপ্রতি ৬ পয়সা হিসাবে কোম্পানিটির লোকসান হয়েছে ৫৮ লাখ টাকার বেশি। তাই কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। 

 ২০১৯ সালের পর কোম্পানিটি এখন পর্যন্ত আয়ে ফিরতে পারেনি। এর আগের বছরগুলোতে বিনিয়োগকারীদের নামমাত্র লভ্যাংশ দেওয়া হয়। অথচ গত কয়েক মাস ধরেই শেয়ারটির দর বেড়েছে লাগামহীন। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, গত ৩০ এপ্রিল ১০ টাকা ৪০ পয়সায় লেনদেন হওয়া খান ব্রাদার্সের শেয়ার আজ বুধবার হাতবদল হয়েছে ৬৯ টাকায়। অর্থাৎ এই সময়ে দর বেড়েছে ৫৮ টাকা ৬০ পয়সা বা ৫৬৩ শতাংশের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত