অনলাইন ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি বিধি অনুযায়ী বিনিয়োগকারীদের মাঝে ঘোষিত লভ্যাংশ বিতরণ করেনি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লভ্যাংশ বিতরণের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তা না হলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের ২৮ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা করা হবে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বণ্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে, অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে উল্লেখিত অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে কোম্পানির নাম ও প্রত্যেক পরিচালককে কত টাকা করে জরিমানা করা হবে, তা উল্লেখ করা হয়েছে। পরিচালকদের সংখ্যা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৩৯ লাখ টাকা।
তথ্যমতে, সাফকো স্পিনিংয়ের ৩ তিন পরিচালককে ২০ লাখ করে ৬০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১ মনোনীতসহ ৪ পরিচালককে ১৩ লাখ করে ৫২ লাখ টাকা, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ১ জন মনোনীতসহ ৫ পরিচালককে ২ কোটি ৩৫ লাখ করে ১১ কোটি ৭৫ লাখ টাকা, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ জন পরিচালককে ৪৭ লাখ টাকা করে ১ কোটি ৮৮ লাখ টাকা, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ৪ জনকে ১৩ লাখ করে ৫২ লাখ টাকা, কৃষিবিদ ফিড লিমিটেডের ৯ জনকে ১০ লাখ করে ৯০ লাখ টাকা, কৃষিবিদ সিড লিমিটেডের ৭ জনকে ১০ লাখ করে ৭০ লাখ টাকা, বিডি পেইন্টস লিমিটেডের চার পরিচালককে ৯৭ লাখ করে ৩ কোটি ৮৮ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৪ জনকে ১ কোটি ৯১ লাখ করে ৭ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা গুণতে হবে।
এর আগে গত ১ অক্টোবরে ৯২৯ তম কমিশন সভায় ঘোষিত লভ্যাংশ বণ্টন না করায় অ্যাডভেন্ট ফার্মাকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিএসইসি। এই সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ না করলে প্রত্যেককে ৪ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
এদিকে গত সভায় দুই সিকিউরিটিজ হাউসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশাল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ধরনের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে দণ্ডিত করার সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানিয়েছে বিএসইসি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি বিধি অনুযায়ী বিনিয়োগকারীদের মাঝে ঘোষিত লভ্যাংশ বিতরণ করেনি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লভ্যাংশ বিতরণের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তা না হলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের ২৮ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা করা হবে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বণ্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে, অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে উল্লেখিত অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে কোম্পানির নাম ও প্রত্যেক পরিচালককে কত টাকা করে জরিমানা করা হবে, তা উল্লেখ করা হয়েছে। পরিচালকদের সংখ্যা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৩৯ লাখ টাকা।
তথ্যমতে, সাফকো স্পিনিংয়ের ৩ তিন পরিচালককে ২০ লাখ করে ৬০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১ মনোনীতসহ ৪ পরিচালককে ১৩ লাখ করে ৫২ লাখ টাকা, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ১ জন মনোনীতসহ ৫ পরিচালককে ২ কোটি ৩৫ লাখ করে ১১ কোটি ৭৫ লাখ টাকা, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ জন পরিচালককে ৪৭ লাখ টাকা করে ১ কোটি ৮৮ লাখ টাকা, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ৪ জনকে ১৩ লাখ করে ৫২ লাখ টাকা, কৃষিবিদ ফিড লিমিটেডের ৯ জনকে ১০ লাখ করে ৯০ লাখ টাকা, কৃষিবিদ সিড লিমিটেডের ৭ জনকে ১০ লাখ করে ৭০ লাখ টাকা, বিডি পেইন্টস লিমিটেডের চার পরিচালককে ৯৭ লাখ করে ৩ কোটি ৮৮ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৪ জনকে ১ কোটি ৯১ লাখ করে ৭ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা গুণতে হবে।
এর আগে গত ১ অক্টোবরে ৯২৯ তম কমিশন সভায় ঘোষিত লভ্যাংশ বণ্টন না করায় অ্যাডভেন্ট ফার্মাকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিএসইসি। এই সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ না করলে প্রত্যেককে ৪ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
এদিকে গত সভায় দুই সিকিউরিটিজ হাউসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশাল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ধরনের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে দণ্ডিত করার সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানিয়েছে বিএসইসি।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৪ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৬ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৬ ঘণ্টা আগে