Ajker Patrika

রহিমা ফুডের শেয়ারের বরাদ্দ তথ্য যাচাইয়ে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রহিমা ফুডের শেয়ারের বরাদ্দ তথ্য যাচাইয়ে তদন্ত কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের বরাদ্দ করা শেয়ার সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত কমিটিকে তদন্ত সম্পন্ন করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হকের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফারহানা ফারুকী জানান, পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাবসহ যাবতীয় বিষয়ে তদন্ত হবে। 

তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক মো. রকিবুল ইসলাম এবং শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কাজী মিনহাজ উদ্দিন। 

বিএসইসির আদেশে বলা হয়েছে, ‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রহিমা ফুড করপোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব তদন্ত করবে কমিটি। এ ছাড়া সিডিবিএল ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) দাখিলকৃত প্রতিবেদনের সঙ্গে প্রকৃত শেয়ার সংখ্যা যথাযথভাবে যাচাই-বাছাইয়ের নিমিত্তে ডিপোজিটরি আইন, ১৯৯৯ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কর্তৃক নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।’ 

আদেশে আরও বলা হয়, ‘তদন্ত কমিটি কোম্পানিটির সিডিবিএলের তথ্য, ডিপিএ-৬ এর তথ্য ও শেয়ার রেজিস্ট্রারে রক্ষিত তথ্যের সঙ্গে দাখিলকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়; কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ারের সঙ্গে আরটি-১৪ ও শেয়ার রেজিস্ট্রারের তথ্য যাচাই-বাছাই এবং কোম্পানির পরিশোধিত মূলধন, আরজেএসসিতে দাখিলকৃত প্রতিবেদন এবং সিডিবিএলের প্রকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয় করবে।’ 

এ ছাড়াও কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও অ্যাকাউন্টের হিসাব যাচাই-বাছাই; পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি বা স্পনসর ও অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণকৃত শেয়ারের বর্তমান অবস্থা; বিভিন্ন বিনিয়োগকারী কর্তৃক অভিযোগসমূহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে মতামত; কোম্পানির কর্তৃক অতিরিক্ত বা জাল বা ভুয়া শেয়ার ডিমেট করার বিষয়ে বিস্তারিত বিবরণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত