নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। নতুন গন্তব্যগুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯ টিতে উন্নীত হবে।
আগামী ২ জুন থেকে ভিয়েতনামের ডা-নাংয়ে সপ্তাহে চারটি এবং ৩ জুন থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। পরে আগামী ১ জুলাই দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন এমিরেটসের ফ্লাইট চলাচল করবে।
শেনঝেন চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।
২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখণ্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহন করে থাকে।
ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য ডা-নাং। বর্তমানে হ্যানয় ও হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে। অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।
এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।
বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। নতুন গন্তব্যগুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯ টিতে উন্নীত হবে।
আগামী ২ জুন থেকে ভিয়েতনামের ডা-নাংয়ে সপ্তাহে চারটি এবং ৩ জুন থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। পরে আগামী ১ জুলাই দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন এমিরেটসের ফ্লাইট চলাচল করবে।
শেনঝেন চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।
২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখণ্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহন করে থাকে।
ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য ডা-নাং। বর্তমানে হ্যানয় ও হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে। অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।
এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৮ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে