Ajker Patrika

ক্যানসার পরিচর্যার অগ্রগতি নিয়ে সেনা কল্যাণ সংস্থা ও অ্যাপোলো হাসপাতালের সেমিনার

ক্যানসার পরিচর্যার অগ্রগতি নিয়ে সেনা কল্যাণ সংস্থা ও অ্যাপোলো হাসপাতালের সেমিনার

সেনা কল্যাণ সংস্থা ও অ্যাপোলো হাসপাতাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে ক্যানসারের পরিচর্যায় অগ্রগতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনা কল্যাণের কল্যাণ বিভাগ ও অ্যাপোলো হাসপাতাল গ্রুপ-ইন্ডিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতার অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিত্ব করেন কল্যাণ বিভাগের মহাপরিচালক এয়ার কমোডর মো. শাহারুল হুদা ও ব্যবসায়িক বিভাগের প্রধান কর্নেল শাহাবুদ্দিন হাসান।

ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম অ্যাপোলো টিমকে ধন্যবাদ জানান এবং কল্যাণ বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও বলেন, ‘এই ধরনের পদক্ষেপগুলো ক্লিনিক্যাল ও রোগী উভয় সম্প্রদায়কেই উপকৃত করবে।’

এয়ার কমোডর মো. শাহারুল হুদা জানান, তিনি এই অধিবেশন আয়োজন করতে পেরে আনন্দিত এবং হোয়াটসঅ্যাপ সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন সার্ভিস (০১৩২৯৬৭২১০০) সম্পর্কে বিস্তারিত জানান, যা ইভেন্ট চলাকালীন সময়ে উন্মোচন করা হয়।

অ্যাপোলো হাসপাতাল ইন্টারন্যাশনাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জিতু যোস অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সেনা কল্যাণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অ্যাপোলোর ঢাকা অফিস থেকে শফিক আজম ও চিকিৎসক মোক্তার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত