Ajker Patrika

বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে আনল ‘অ্যালোরা টু ইন ওয়ান’

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২: ৪৫
বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে আনল ‘অ্যালোরা টু ইন ওয়ান’

বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে নিয়ে এল ‘অ্যালোরা টু ইন ওয়ান’ হেয়ার অ্যান্ড বডি ওয়াশ। নতুন এবং উদ্ভাবনী পণ্য অ্যালোরা টু ইন ওয়ান হেয়ার অ্যান্ড বডি ওয়াশ, যা একসঙ্গে চুল ও ত্বকের পরিচ্ছন্নতা নিশ্চিত করে। অ্যালোরা টু ইন ওয়ান ভিটামিন ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট এবং অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট সমৃদ্ধ দুটি ভিন্ন ফর্মুলায় তৈরি, যার বিভিন্ন মিশ্রণ চুলকে করে তোলে ঝলমলে, মজবুত ও ত্বক রাখে নরম। 

অ্যালোরা টু ইন ওয়ান হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এখন নিকটস্থ দোকান ও সুপারশপে ৫ মিলি ও ১০ মিলির দুটি ভিন্ন ফ্লেভারে পাওয়া যাবে, যার সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ৩ টাকা ও ৫ টাকা। এ ছাড়া খুব শিগগিরই পাওয়া যাবে আকর্ষণীয় কনটেইনারে। 

অ্যালোরা টু ইন ওয়ান কেন বেছে নেবেন? 
ইউনিসেক্স ফর্মুলা: পুরুষ ও নারী উভয়ের জন্য উপযুক্ত, চুল ও ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর
সাশ্রয়ী মূল্য: স্বল্প মূল্যে একটি প্রোডাক্টেই ডাবল সমাধান। 
সহজ ব্যবহার: এক প্রোডাক্টেই চুল ও ত্বকের যত্ন, ব্যস্ত সকাল, জিম বা ভ্রমণে আদর্শ। 
উচ্চমানের উপাদান: অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট চুলকে মসৃণ ও মজবুত করে, ভিটামিন-ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট ত্বককে রাখে নরম ও কোমল। 
লাক্সারিয়াস উপাদান: প্রতিটি ড্রপে লাক্সারিয়াস অভিজ্ঞতা, যা সৌন্দর্যে দেয় আভিজাত্যের স্পর্শ। 

অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট
আরগান ওয়েল ত্বকের হাইড্রেশন নিশ্চিত করে। ত্বকের ইরিটেশন কমায় এবং ত্বক কোমল রাখে। সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী। ড্রাইনেস দূর করে ত্বককে ময়েশ্চারাইজড রাখে। চুল ও মাথার ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে। চুলের ফ্রিজিনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আরগান ওয়েল চুল ভেঙে যাওয়া কমায়। হেয়ারফল কমিয়ে চুলকে ঘন করে তোলে

ভিটামিন-ই এবং ময়েশ্চারাইজিং এজেন্ট 
ভিটামিন ই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে। নিস্তেজ ত্বককে কোমল ও ময়েশ্চারাইজড করে। চুলের স্কাল্পের মাইক্রোসার্কুলেশন এবং অক্সিজেনেশন প্রক্রিয়া সক্রিয় রাখে। রিবনডেড বা কালারড চুলের যত্নে ভিটামিন ই খুবই কার্যকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত