Ajker Patrika

এনএসইউ ও সিএইচআরএফের মধ্যে সমঝোতা স্মারক সই

এনএসইউ ও সিএইচআরএফের মধ্যে সমঝোতা স্মারক সই

শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আজ সোমবার এনএসইউর সিন্ডিকেট হলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস আয়োজিত এক সিম্পোজিয়ামে এই চুক্তি সই হয়। 

চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনএসইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম। এ সময় স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হাসান মাহমুদ রেজা, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন জাভেদ বারীসহ বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান ও অফিস পরিচালকরা উপস্থিত ছিলেন। 

সিএইচআরএফের পক্ষে ছিলেন পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানী সেঁজুতি সাহা, বিজ্ঞানী যোগেশ হুদা, সহযোগী বিজ্ঞানী আরিফ মোহাম্মদ তন্ময়, অফিস এক্সিকিউটিভ মনিমুল হাসান খান, মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড সায়েন্স কমিউনিকেটর নাজিফা তাবাসসুম এবং সিনিয়র ট্রেনিং অফিসার আদিত্য আরেফিন। 

সহযোগিতার তাৎপর্য তুলে ধরে উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘শিশুদের স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। গবেষণায় সিএইচআরএফের সঙ্গে সহযোগিতা এনএসইউর জন্য উল্লেখযোগ্য বিষয়।’ 

সেঁজুতি সাহা আধুনিক গবেষণার আন্তবিভাগীয় প্রকৃতি তুলে ধরে বলেন, ‘আমরা অনেক প্রকল্পে কাজ করছি। মাইক্রোবায়োলজিস্ট এবং বায়োকেমিস্টদের পক্ষে একা এগুলো পরিচালনা করা সম্ভব নয়। আমরা সবাই মিলে কাজ করতে পারলে এটি হবে একটি অসাধারণ দৃষ্টান্ত।’ 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএসইউর এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ক্যাথরিন লি এবং স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া মাহজবীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত