Ajker Patrika

নগদে চলছে ক্যাশব্যাকসহ রিচার্জ উৎসব

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ৫৩
নগদে চলছে ক্যাশব্যাকসহ রিচার্জ উৎসব

মোবাইল ফোনে রিচার্জ অফারের মেলা নিয়ে এসেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ। সব মোবাইল ফোনে রিচার্জ অফারকে এক জায়গায় এনে ‘নগদ রিচার্জ উৎসব’ উদ্‌যাপন করা হচ্ছে। টকটাইম, ডাটা প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়ানো এবং তাঁদের বিভিন্ন ক্যাশব্যাক নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাহকেরা নগদের ওয়েবসাইটে এক জায়গাতেই পাবেন সব ধরনের রিচার্জ অফার। এখানে দেশের সব মোবাইল ফোন অপারেটরের সঙ্গে নগদের যে সব আকর্ষণীয় অফার চলছে, সেটা দেখে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক; দেশের শীর্ষ অপারেটরের সঙ্গে সব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এক জায়গায়। এসব অফারের মধ্যে থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, ইন্টারনেট, টকটাইম, বান্ডিল প্যাক, বিশেষ বোনাসসহ আরও অনেক কিছু।

অফার পেতে গ্রাহকদের নগদ ওয়েবসাইট ভিজিট করে সেখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার থেকে নিজের পছন্দের অফারটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া নগদ অ্যাপ ব্যবহার করে বা *১৬৭# ডায়াল করে এসব অফার নিতে পারবেন গ্রাহকেরা। গত ৩ আগস্ট থেকে এই উৎসব শুরু হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি এই উৎসব চলতে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত