Ajker Patrika

টেলিটক ও এনপিওর চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০: ০৩
টেলিটক ও এনপিওর চুক্তি স্বাক্ষর

শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

৩ জুলাই স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে টেলিটক সাশ্রয়ী মূল্যে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনকে (এনপিও) ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট সেবা দেবে।

অনুষ্ঠানে এনপিওর পক্ষে মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম এবং টেলিটকের পক্ষে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাব্যবস্থাপক (করপোরেট সেলস অ্যান্ড আইবি) মো. সাইফুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনপিওর ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান, মোছাম্মৎ ফাতেমা বেগম, মোছা. আবিদা সুলতানা এবং টেলিটকের মহাব্যবস্থাপক (বিক্রয়, বিপণন ও গ্রাহক সেবা বিভাগ) সালেহ মো. ফজলে রাব্বী, উপব্যবস্থাপক নিলুফার ইয়াসমিন, উপব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত