Ajker Patrika

হাঁটুর সার্জারিতে ‘ম্যাকো রোবোটিকস’ আনল অ্যাপোলো হসপিটালস চেন্নাই

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ২১
হাঁটুর সার্জারিতে ‘ম্যাকো রোবোটিকস’ আনল অ্যাপোলো হসপিটালস চেন্নাই

প্রথমবারের মতো হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ‘ম্যাকো রোবোটিকস’ নিয়ে এসেছে অ্যাপোলো হসপিটালস চেন্নাই। তিন দশক ধরে প্রচলিত হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি রোগীদের জীবনকে কার্যকরভাবে উন্নত করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডা. কুনাল পাটেল বলেন, ‘ম্যাকো রোবোটিকস’ সার্জারিকে প্রায় শতভাগ নিখুঁত করতে সাহায্য করবে। এই ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হাড় কাটা, হাড় এবং নরম টিস্যু সংরক্ষণ, পোস্ট-অপারেশনে কম ব্যথা, দ্রুত রিকভারি, দ্রুত হাসপাতাল থেকে রিলিজ পাওয়া এবং কম রক্তক্ষরণ হবে।

ডা. কুনাল পাটেল আরও জানান, হাঁটু বা হিপের সার্জারির ক্ষেত্রে, ‘ম্যাকো সিস্টেম’-এর সফটওয়্যার রোগীর সিটি স্ক্যানের ওপর ভিত্তি করে রোগাক্রান্ত জয়েন্টের একটি থ্রিডি মডেল তৈরি করতে সহায়তা করে। পরে সফটওয়্যারটি প্রতিটি রোগীর জন্য তাদের রোগের নির্দিষ্ট অবস্থার ওপর ভিত্তি করে একটি পার্সোনালাইজড ভার্চুয়াল সার্জিক্যাল প্ল্যান তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে সার্জারির সময় প্রয়োজনে সার্জন পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে পারেন। যেহেতু রোবোটিক এই আর্মকে শারীরিকভাবে ভার্চুয়াল সীমানার বাইরে সরানো যায় না, তাই এটি নরম টিস্যু সংরক্ষণ করতে সক্ষম।

সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করতে হবে এমন যেকোনো রোগীই এই অপারেশন করিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন ডা. কুনাল পাটেল। রোবোটিকস সার্জারির ব্যয় প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি স্ক্যান এবং প্রয়োজনীয় জিনিসপত্রের কারণে সাধারণ সার্জারির তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি খরচ হতে পারে।

শরীরের হাড় সুস্থ রাখতে ডা. কুনাল পাটেল কিছু পরামর্শ দিয়েছেন। যেমন শাকসবজি ও তাজা ফল খেতে হবে এবং চিনি কম খেতে হবে এবং কার্বোনেটেড ড্রিংকস খাওয়া যাবে না। এ ছাড়া খাবার রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না; কারণ, এটি শরীরের পাশাপাশি হাড়ের জন্যও ক্ষতিকর। পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ যেমন—হাঁটাহাঁটি করা, যেকোনো স্পোর্টসে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত