সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) রজতজয়ন্তী উদ্যাপন করেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। ইডকল বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে তার প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার ফলে এই সফলতা এসেছে।
ফাতিমা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে তার ঋণ পোর্টফোলিও দ্বিগুণ করতে সক্ষম হবে। এ ছাড়া দেশের বাইরে এর কার্যক্রম বিস্তৃত করা হবে।
ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট একটি টিম এবং ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ইডকলের যাত্রা শুরু হয়। বর্তমান ইডকলের ঋণ পোর্টফোলিও প্রায় ১ বিলিয়ন ডলার এবং পরিশোধিত মূলধন ৬৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ইডকলের এ পথচলায় সঙ্গে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান আলমগীর মোরশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎসচিব হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৪ মে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।
সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) রজতজয়ন্তী উদ্যাপন করেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। ইডকল বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে তার প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার ফলে এই সফলতা এসেছে।
ফাতিমা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে তার ঋণ পোর্টফোলিও দ্বিগুণ করতে সক্ষম হবে। এ ছাড়া দেশের বাইরে এর কার্যক্রম বিস্তৃত করা হবে।
ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট একটি টিম এবং ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ইডকলের যাত্রা শুরু হয়। বর্তমান ইডকলের ঋণ পোর্টফোলিও প্রায় ১ বিলিয়ন ডলার এবং পরিশোধিত মূলধন ৬৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ইডকলের এ পথচলায় সঙ্গে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান আলমগীর মোরশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎসচিব হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৪ মে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।
বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সাড়ে তিন দশক ধরে অভিনব সেবায় জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। সরকার পরিবর্তনের পর গত আগস্টে পরিচালনা ও ব্যবস্থাপনায় নেতৃত্ব বদল হয়।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ সরকার আদানি পাওয়ারকে জুন মাসে ৩৮৪ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। যার ফলে ভারতের এই প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তির অধীনে বকেয়া অনেকটাই কমে এসেছে। সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর।
৫ ঘণ্টা আগেমাসদেড়েক আগে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে আট ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। নিষেধাজ্ঞার এ তালিকায় নতুন করে পাট ও ওভেন কাপড়সহ ৯ ধরনের পণ্য যুক্ত করেছে দেশটি। ভারতে বাংলাদেশ থেকে যে ২ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি হয়, তার সিংহভাগই নিষেধাজ্ঞার পণ্যের তালিকায় পড়ে গেছে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বের বেশ কিছু দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছিল। সে সময়সীমা শেষ হতে আর মাত্র ১০ দিন বাকি। কিন্তু এখনো এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি বা সুরাহা না হওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা
১০ ঘণ্টা আগে