Ajker Patrika

রজতজয়ন্তী উদ্‌যাপন করল ইডকল

রজতজয়ন্তী উদ্‌যাপন করল ইডকল

সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) রজতজয়ন্তী উদ্‌যাপন করেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। ইডকল বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে তার প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার ফলে এই সফলতা এসেছে। 

ফাতিমা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে তার ঋণ পোর্টফোলিও দ্বিগুণ করতে সক্ষম হবে। এ ছাড়া দেশের বাইরে এর কার্যক্রম বিস্তৃত করা হবে। 

ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট একটি টিম এবং ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ইডকলের যাত্রা শুরু হয়। বর্তমান ইডকলের ঋণ পোর্টফোলিও প্রায় ১ বিলিয়ন ডলার এবং পরিশোধিত মূলধন ৬৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

ইডকলের এ পথচলায় সঙ্গে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান আলমগীর মোরশেদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎসচিব হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৪ মে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিৎকার শুনে ছুটে আসা স্থানীয়রা ধর্ষণের শিকার নারীকেই মারধর করে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ আটক

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া অফিসার হচ্ছেন ভারতের র-এর প্রধান

পিআর পদ্ধতিতে ভোটাররা জানবেন না কে তাঁর এমপি, এটি বাংলাদেশের জন্য অনুপযুক্ত: সালাহউদ্দিন

নীলফামারীতে 'আটক' কুমিল্লার দুই সাংবাদিক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত