সম্প্রতি দেশের সিলেট, বগুড়া ও মধ্য-উত্তরাঞ্চলের বন্যাকবলিত কর্মীদের ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল)। কোম্পানির বহির্ভাগ (আউটার কোর) দা ডিস্ট্রিবিউশন ফিল্ড ফোর্সের (ডিএফএফ) ক্ষতিগ্রস্ত কর্মী ও তাঁদের স্বজনদের সহায়তার জন্য এই অনুদান দেওয়া হবে।
এই সহায়তার জন্য প্রতিষ্ঠানটির কর্মীরা তাঁদের মাসিক বেতনের একটি অংশ আর্থিক অনুদান হিসেবে দিয়েছেন এবং প্রতিষ্ঠানটি আরও অর্থ-সহযোগিতা যোগ করে সর্বমোট ৫০ লাখ টাকার তহবিল গড়েছে।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বন্যায় ডিএফএফ এর ৫৫০ এর বেশি কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা নিরাপদ পানি ও বাসস্থান এর মতো নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। এ ছাড়া অনেকে সহায়-সম্পত্তি, শস্য ও গবাদিপশু হারিয়েছেন এবং অসুস্থ হয়েছেন পানিবাহিত বিভিন্ন রোগে। এই দুর্দশাগ্রস্ত সময়ে কর্মীদের পাশে দাঁড়াতে ইউনিলিভার বাংলাদেশ জুলাই ও আগস্ট মাসজুড়ে ৫০ লাখ টাকার আর্থিক সহযোগিতা দেবে। এ অর্থের মাধ্যমে ওয়াটার পিওরিফাইয়ার ট্যাবলেট, গাম বুটসের মতো প্রোটেক্টিভ গিয়ার ও অন্যান্য সামগ্রী দেওয়া হবে।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা বলেন, ‘ডিস্ট্রিবিউশন ফিল্ড ফোর্স (ডিএফএফ) ইউবিএলের একটি অবিচ্ছেদ্য অংশ। বন্যার প্রভাব সত্ত্বেও তাঁরা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে দায়িত্ব পালন করে গেছেন। ইউনিলিভারে আমরা আমাদের কর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রতিষ্ঠানের হয়েই আমরা ডিএফএফের কর্মীদের দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি। কারণ কর্মীদের যত্ন নেওয়া মানেই ব্যবসায়ের যত্ন নেওয়া।’
উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) বাংলাদেশের সবচেয়ে বড় নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। যারা ৫৬ বছরেরও বেশি সময় ধরে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে।
সম্প্রতি দেশের সিলেট, বগুড়া ও মধ্য-উত্তরাঞ্চলের বন্যাকবলিত কর্মীদের ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল)। কোম্পানির বহির্ভাগ (আউটার কোর) দা ডিস্ট্রিবিউশন ফিল্ড ফোর্সের (ডিএফএফ) ক্ষতিগ্রস্ত কর্মী ও তাঁদের স্বজনদের সহায়তার জন্য এই অনুদান দেওয়া হবে।
এই সহায়তার জন্য প্রতিষ্ঠানটির কর্মীরা তাঁদের মাসিক বেতনের একটি অংশ আর্থিক অনুদান হিসেবে দিয়েছেন এবং প্রতিষ্ঠানটি আরও অর্থ-সহযোগিতা যোগ করে সর্বমোট ৫০ লাখ টাকার তহবিল গড়েছে।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বন্যায় ডিএফএফ এর ৫৫০ এর বেশি কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা নিরাপদ পানি ও বাসস্থান এর মতো নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। এ ছাড়া অনেকে সহায়-সম্পত্তি, শস্য ও গবাদিপশু হারিয়েছেন এবং অসুস্থ হয়েছেন পানিবাহিত বিভিন্ন রোগে। এই দুর্দশাগ্রস্ত সময়ে কর্মীদের পাশে দাঁড়াতে ইউনিলিভার বাংলাদেশ জুলাই ও আগস্ট মাসজুড়ে ৫০ লাখ টাকার আর্থিক সহযোগিতা দেবে। এ অর্থের মাধ্যমে ওয়াটার পিওরিফাইয়ার ট্যাবলেট, গাম বুটসের মতো প্রোটেক্টিভ গিয়ার ও অন্যান্য সামগ্রী দেওয়া হবে।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা বলেন, ‘ডিস্ট্রিবিউশন ফিল্ড ফোর্স (ডিএফএফ) ইউবিএলের একটি অবিচ্ছেদ্য অংশ। বন্যার প্রভাব সত্ত্বেও তাঁরা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে দায়িত্ব পালন করে গেছেন। ইউনিলিভারে আমরা আমাদের কর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রতিষ্ঠানের হয়েই আমরা ডিএফএফের কর্মীদের দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি। কারণ কর্মীদের যত্ন নেওয়া মানেই ব্যবসায়ের যত্ন নেওয়া।’
উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) বাংলাদেশের সবচেয়ে বড় নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। যারা ৫৬ বছরেরও বেশি সময় ধরে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দুজন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
৫ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
৭ ঘণ্টা আগে