Ajker Patrika

দুই হাজারের বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে রোটারি

দুই হাজারের বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে রোটারি

চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত রোটারি দুই হাজারের বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব। গতকাল শনিবার ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন। 

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর গুলশানে কসমোপলিটান রোটারির এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এম এ ওয়াহাব বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় রোটারি সংগঠন হচ্ছে ‘‘রোটারি জেলা ৩২৮১ ’’। এই সংগঠনের ৩০৯টি ক্লাবে ৮ হাজার ৮৯৭ জন সদস্য রয়েছেন। তাঁরা আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি এ পর্যন্ত ২ হাজারেরও বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রোটারির এডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী, ক্লাবের সভাপতি খন্দকার ওমর ফারুক, সাবেক মহাসচিব রাকিব সরদার, নুরুন্নেসা বেগম, মনিরুল আলম, হোসনে আরা পলি ও রনজিত কুমার নাথ। 

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক গভর্নর জয়নুল আবেদীন, শামসুল হুদা, হাফিজুল্লাহ, ইশতিয়াক জামান, শওকত হোসেন, আইপিডিজি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর (নির্বাচিত) আশরাফুজ্জামান নান্নু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত