দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।
দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১০ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১৯ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
২০ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
২১ ঘণ্টা আগে