দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।
দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।
হংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
৪ ঘণ্টা আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
৫ ঘণ্টা আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
১ দিন আগেকর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
২ দিন আগে