Ajker Patrika

বিভিন্ন পণ্যে আবারও মূল্য ছাড় দিচ্ছে স্বপ্ন

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২১: ০৩
বিভিন্ন পণ্যে আবারও মূল্য ছাড় দিচ্ছে স্বপ্ন

দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।

ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা। 

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। 

এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত