Ajker Patrika

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী পুনর্নির্বাচিত

বিজ্ঞপ্তি
রোমানা রউফ চৌধুরী। ছবি: বিজ্ঞপ্তি
রোমানা রউফ চৌধুরী। ছবি: বিজ্ঞপ্তি

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন রোমানা রউফ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ১৪তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন তিনি। রোমানা ব্যাংক এশিয়া পিএলসির একজন পরিচালক।

রোমানা রউফ চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি কলম্বিয়া বিজনেস স্কুল এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ একাডেমিক ডিগ্রি অর্জন করেন। শিল্প খাতে ২৬ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন রোমানা রউফ চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাদের একজন, যিনি খাদ্যশিল্পে বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারণে আলাদাভাবে পরিচিত।

বর্তমানে তিনি সি রিসোর্সেস গ্রুপ, সি ফিশার্স লিমিটেড এবং সি ন্যাচারাল ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি র‌্যাংগস গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত