Ajker Patrika

ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবদুর রউফ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্যাংক এশিয়া। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। 

দোয়া মাহফিলে অংশ নেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা ও প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, পরিচালক আশরাফুল হক চৌধুরী, এম এ বাকী খলিলি, মো. আবুল কাসেম ও হেলাল আহমেদ চৌধুরী, প্রাক্তন পরিচালক জনাব মশিউর রহমান এবং মোহাম্মদ লকিউত উল্লাহ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুল হক ও মো. মেহমুদ হোসেন।
 
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাফিউজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মো.দ সাজ্জাদ হোসেন, জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, এস. এম. ইকবাল হোছাইন ও জনাব আলমগীর হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয়প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তারা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। 

এ ছাড়া সারাদেশ থেকে ব্যাংকের শাখাপ্রধান ও কর্মকর্তারা অনলাইনে দোয়া মাহফিলে অংশ নেন। আবদুর রউফ চৌধুরী ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত