Ajker Patrika

ঈদুল আজহাকে স্বস্তিময় করতে সিঙ্গার নিয়ে এল অভিনব বেকো ‘সলিউশন কার্ড’

বিজ্ঞপ্তি
ঈদুল আজহাকে স্বস্তিময় করতে সিঙ্গার নিয়ে এল অভিনব বেকো ‘সলিউশন কার্ড’

ঈদ উৎসবের প্রস্তুতির সময় গ্রাহকদের প্রয়োজন ও অনুভূতিকে প্রাধান্য দিয়ে ‘সিঙ্গার’ নিয়ে এসেছে অভিনব বেকো ‘সলিউশন কার্ড’ ক্যাম্পেইন। এই ‘সলিউশন কার্ডে’ গ্রাহকদের জন্য রয়েছে এমনসব আকর্ষণীয় ও দরকারি অফার, যা এই ঈদে গ্রাহকদের জীবনকে সহজ ও স্বস্তিময় করে তুলবে। ভোক্তা ও বাজার গবেষণার ভিত্তিতে তৈরি এই ‘সলিউশন কার্ড’ শুধু একটি সেলস প্রোমোশন নয়, এটি সিঙ্গার; বেকোর গ্রাহকসেবা, সহানুভূতি ও কঠিন সময়ে পাশে থাকার এক বাস্তব উদাহরণ।

ইতিমধ্যে সারা দেশে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে। আজ রাজশাহীর মোছা. জিন্নাতুনাছ একটি ফ্রিজার কেনার মাধ্যমে ‘সলিউশন কার্ড’ স্ক্র্যাচ করে জিতে নিয়েছেন প্রথম ‘হাউসফুল অ্যাপ্লায়েন্স’ অফার। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তের আরও অনেক গ্রাহক সিঙ্গার বা বেকো পণ্য কিনে সলিউশন কার্ডের আকর্ষণীয় পুরস্কার জিতে নিচ্ছেন, যা তাঁদের ঈদুল আজহার প্রস্তুতিকে করে তুলেছে আরও সহজ ও স্বস্তিময়।

যেকোনো সিঙ্গার বা বেকো স্টোর থেকে রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করলে গ্রাহকেরা পাচ্ছেন একটি সলিউশন কার্ড। এই সলিউশন কার্ড স্ক্র্যাচ করেই গ্রাহকেরা জিতে নিতে পারবেন সম্পূর্ণ হাউসফুল অ্যাপ্লায়েন্স অফার, যার মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্রাইন্ডার ও রিচার্জেবল ফ্যান। এ ছাড়া গ্রাহকেরা পেতে পারবেন যেকোনো একটি নির্দিষ্ট অ্যাপ্লায়েন্স—যেমন টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, রিচার্জেবল ফ্যান বা গ্রাইন্ডার জেতার সুযোগ। সলিউশন কার্ডে আরও রয়েছে এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট, ঈদের বাজার ডিসকাউন্ট; যা গ্রাহকদের উৎসবকে আরও অর্থবহ করে তুলবে। এই অফার ঈদের দিন পর্যন্ত চলমান থাকবে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ বলেন, ‘সিঙ্গারে আমরা শুধু পণ্য বিক্রি করি না, গ্রাহকের সম্ভাব্য সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। সলিউশন কার্ড ক্যাম্পেইন এমন একটি উদ্যোগ, যা প্রমাণ করে আমরা গ্রাহকদের কথা শুনি, গ্রাহকদের প্রয়োজন বা সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। আমরা আমাদের গ্রাহকদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ, বিশেষ করে, ঈদুল আজহার মতো তাৎপর্যপূর্ণ সময়ে।’

ঈদের প্রস্তুতিকে আরও সহজ ও স্বস্তিময় করতে আজই আপনার নিকটস্থ সিঙ্গার বা বেকো স্টোরে যান অথবা ভিজিট করুন সিঙ্গারবিডি ডট কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত