Ajker Patrika

ই-হেলথ সার্টিফিকেশনের মাধ্যমে জাতি উপকৃত হবে: খাদ্যসচিব

ই-হেলথ সার্টিফিকেশনের মাধ্যমে জাতি উপকৃত হবে: খাদ্যসচিব

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রপ্তানিযোগ্য খাদ্যপণ্যের ই-হেলথ সার্টিফিকেট দেওয়ার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন। আজ রোববার রাজধানীর গুলশানে হোটেল রেনেসন্সে বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

অনুষ্ঠানে খাদ্যসচিব বলেন, ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিটিএফ প্রজেক্টের আয়োজনে বাস্তবায়িত ই-হেলথ সার্টিফিকেশন প্রকল্পের মাধ্যমে পুরো জাতি উপকৃত হবে। এর মাধ্যমে একদিকে যেমন রপ্তানি বাড়বে, অন্যদিকে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।’ 

অতীতের তিক্ত অভিজ্ঞতার উদাহরণ দিয়ে খাদ্যসচিব স্বাস্থ্য সনদের গুণগতমান নিয়ে কোনো আপস করা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে খাদ্যের অপচয় রোধ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও বৈশ্বিক মানের সঙ্গে সমন্বয় করে পণ্য উৎপাদন সহজ হবে।’ 

উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে এতদিন ধরে চলতে থাকা ম্যানুয়াল পদ্ধতিতে দেওয়া রপ্তানি-খাদ্যপণ্যের সনদ ব্যবস্থাকে ডিজিটাল প্রক্রিয়ায় রূপান্তর করা হয় এবং বাংলাদেশের খাদ্যপণ্য নিয়ে কাজ করা ৪৪টি ল্যাবের তথ্য অনলাইনে বিন্যস্ত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিটিএফ প্রকল্প ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ প্রক্রিয়া বাস্তবায়ন করে। এ প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি ও পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং অল্প সময়ে পণ্য রপ্তানির সনদপত্র প্রদান করতে পারবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রপ্তানিকারক যে কোনো প্রতিষ্ঠান অনলাইনে আবেদনের মাধ্যমে সহজেই এই সনদ পাবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে সরবরাহকৃত লিংকের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসনদের জন্য আবেদন করা যাবে। 

উপস্থিত অতিথির বক্তব্যে মার্কিন কৃষি বিষয়ক অ্যাটাচি সারা গিলস্কি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল স্বাস্থ্যসনদ আমদানি-রপ্তানি বাড়ানো, গুণগতমান বৃদ্ধি, পরীক্ষা সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

সভাপতির বক্তব্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুর কাইউম সরকার বলেন, ‘ই-হেলথ সার্টিফিকেশন ও ল্যাব অটোমেশনের সম্মিলনে খাদ্যের গুণগতমান ও রপ্তানি বাড়বে। পাশাপাশি দেশের অভ্যন্তরে খাদ্যের নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

অনুষ্ঠানে বিভিন্ন ল্যাবরেটরি প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খাদ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত