বিজ্ঞপ্তি
বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি) বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডধারীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সব ভিসা কার্ডধারী আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৩১ মে পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনটিতে ভিসা কার্ডধারীরা অ্যাকটিভেট অ্যান্ড উইন, ট্যাপ অ্যান্ড উইন ও স্পেন্ড অ্যান্ড উইন—এই তিনটি ভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।
‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের কমপক্ষে ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। এর মাধ্যমে ১৫০ টাকার ফুডপান্ডা ভাউচার জেতার সুযোগ রয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাঁরা কোনো লেনদেন করেননি, তাঁরাই এই অফারের জন্য উপযুক্ত বিবেচিত হবেন।
‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারটি পেতে ভিসা কার্ডধারীদের কমপক্ষে ১৫টি ‘ট্যাপ অ্যান্ড পে’ লেনদেন (প্রতিটি লেনদেন ৫০০ টাকা বা তার বেশি) সম্পন্ন করতে হবে। সফলভাবে এ শর্ত পূরণ করলে ৫০০ টাকার ফুডপান্ডা ভাউচার পাওয়া যাবে।
‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের ক্যাম্পেইনের সময় যত বেশি সম্ভব লেনদেন করতে হবে। সেখান থেকে শীর্ষ ১০০ খরচকারী পাবেন ১৫ হাজার টাকার ফুডপান্ডা ভাউচার।
এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমরা আমাদের কার্ডধারীদের জন্য প্রতিটি মুহূর্তকে আরও বেশি উপভোগ্য করে তুলতে চাই। সমৃদ্ধ সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যে পরিপূর্ণ বাংলাদেশ; আর আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই আনন্দ কার্ডধারীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আর এই উৎসবের মুহূর্তে বিশেষ অফার আনতে পেরে আমরাও উচ্ছ্বসিত। ফুডপান্ডার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এই আনন্দকে আরও ছড়িয়ে দিতে চাই। রমজানের শপিং থেকে শুরু করে ঈদের প্রস্তুতি হোক বা পয়লা বৈশাখ উদ্যাপন, ভিসা প্রতিটি উৎসবকে আনন্দদায়ক করে তুলতে আপনাদের পাশে আছে।’
ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড ভিসা কার্ডহোল্ডাররা দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, বাংলাদেশ থেকে ইস্যু হওয়া সব ভিসা কার্ড এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। ‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ ও ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারের ভাউচার সর্বশেষ লেনদেনের ২০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফার বিজয়ীদের ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে ভাউচার ব্যবহার করতে হবে।
ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ভিসা। আর নতুন এই ক্যাম্পেইনটি আর্থিক অন্তর্ভুক্তি, ক্যাশলেস লেনদেন ও নির্বিঘ্ন পেমেন্ট ব্যবস্থার প্রতি ভিসার প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করে, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
ভিসা—
বিশ্বের দুই শরও বেশি দেশ ও অঞ্চলে গ্রাহক, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন সহজ করে তুলতে কাজ করে যাচ্ছে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি)। উদ্ভাবনী, সহজ, নির্ভরযোগ্য ও সুরক্ষিত পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে পুরো বিশ্বকে কানেক্ট করার পাশাপাশি ব্যক্তির ক্ষমতায়ন এবং ব্যবসা ও অর্থনীতির গতি ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রতিটি অঞ্চলের প্রত্যেক মানুষকে অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সবারই উন্নতি সম্ভব এবং এ বিষয়টি আগামীতে অর্থের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি) বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডধারীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সব ভিসা কার্ডধারী আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৩১ মে পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনটিতে ভিসা কার্ডধারীরা অ্যাকটিভেট অ্যান্ড উইন, ট্যাপ অ্যান্ড উইন ও স্পেন্ড অ্যান্ড উইন—এই তিনটি ভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।
‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের কমপক্ষে ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। এর মাধ্যমে ১৫০ টাকার ফুডপান্ডা ভাউচার জেতার সুযোগ রয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাঁরা কোনো লেনদেন করেননি, তাঁরাই এই অফারের জন্য উপযুক্ত বিবেচিত হবেন।
‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারটি পেতে ভিসা কার্ডধারীদের কমপক্ষে ১৫টি ‘ট্যাপ অ্যান্ড পে’ লেনদেন (প্রতিটি লেনদেন ৫০০ টাকা বা তার বেশি) সম্পন্ন করতে হবে। সফলভাবে এ শর্ত পূরণ করলে ৫০০ টাকার ফুডপান্ডা ভাউচার পাওয়া যাবে।
‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের ক্যাম্পেইনের সময় যত বেশি সম্ভব লেনদেন করতে হবে। সেখান থেকে শীর্ষ ১০০ খরচকারী পাবেন ১৫ হাজার টাকার ফুডপান্ডা ভাউচার।
এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমরা আমাদের কার্ডধারীদের জন্য প্রতিটি মুহূর্তকে আরও বেশি উপভোগ্য করে তুলতে চাই। সমৃদ্ধ সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যে পরিপূর্ণ বাংলাদেশ; আর আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই আনন্দ কার্ডধারীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আর এই উৎসবের মুহূর্তে বিশেষ অফার আনতে পেরে আমরাও উচ্ছ্বসিত। ফুডপান্ডার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এই আনন্দকে আরও ছড়িয়ে দিতে চাই। রমজানের শপিং থেকে শুরু করে ঈদের প্রস্তুতি হোক বা পয়লা বৈশাখ উদ্যাপন, ভিসা প্রতিটি উৎসবকে আনন্দদায়ক করে তুলতে আপনাদের পাশে আছে।’
ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড ভিসা কার্ডহোল্ডাররা দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, বাংলাদেশ থেকে ইস্যু হওয়া সব ভিসা কার্ড এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। ‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ ও ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারের ভাউচার সর্বশেষ লেনদেনের ২০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফার বিজয়ীদের ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে ভাউচার ব্যবহার করতে হবে।
ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ভিসা। আর নতুন এই ক্যাম্পেইনটি আর্থিক অন্তর্ভুক্তি, ক্যাশলেস লেনদেন ও নির্বিঘ্ন পেমেন্ট ব্যবস্থার প্রতি ভিসার প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করে, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
ভিসা—
বিশ্বের দুই শরও বেশি দেশ ও অঞ্চলে গ্রাহক, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন সহজ করে তুলতে কাজ করে যাচ্ছে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি)। উদ্ভাবনী, সহজ, নির্ভরযোগ্য ও সুরক্ষিত পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে পুরো বিশ্বকে কানেক্ট করার পাশাপাশি ব্যক্তির ক্ষমতায়ন এবং ব্যবসা ও অর্থনীতির গতি ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রতিটি অঞ্চলের প্রত্যেক মানুষকে অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সবারই উন্নতি সম্ভব এবং এ বিষয়টি আগামীতে অর্থের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
১৮ মিনিট আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
২১ মিনিট আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
২৩ মিনিট আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৮ ঘণ্টা আগে