বিজ্ঞপ্তি
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।
দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। আর সেই লক্ষ্যপূরণে সরকারের দেওয়া কৃষি ও পল্লিঋণের পরিমাণ বাড়ছে।
৩৩ মিনিট আগেআরও ৯০ দিনের জন্য শুল্কবিরতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এর ফলে উভয় দেশের পণ্যের ওপর সম্ভাব্য তিন অঙ্কের অতিরিক্ত শুল্ক আরোপ আপাতত এড়ানো সম্ভব হয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এ কথা জানান।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
৮ ঘণ্টা আগেচীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
১৫ ঘণ্টা আগে