Ajker Patrika

ব্র্যাক ব্যাংক পেল ‘এএএ’ ক্রেডিট রেটিং

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৮: ১২
ব্র্যাক ব্যাংক পেল ‘এএএ’ ক্রেডিট রেটিং

ব্র্যাক ব্যাংক ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্র্যাব) এর ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং পেয়েছে। এই রেটিং ব্র্যাক ব্যাংক-এ দৃঢ় আর্থিক অবস্থা ও স্থিতিশীলতার প্রতিফলন বহন করবে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্র্যাব) বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান এজেন্সি। ক্র্যাব ব্র্যাক ব্যাংকে ‘এএএ’ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলুক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ক্রেডিট রেটিং। 

এই ক্রেডিট রেটিং প্রমাণ করে ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। ‘এএএ’ হলো ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি। ২০১৯ সালে মুডিজ ইনভেস্টরস সার্ভিস-এর দেওয়া রেটিংয়ে ব্র্যাক ব্যাংক একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে আবির্ভূত হয়। যা বাংলাদেশের প্রাপ্ত ‘সভরেইন রেটিং’ (সার্বভৌম রেটিং) এর সমমানের রেটিং অর্জন করে। ব্র্যাক ব্যাংক একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং প্রাপ্ত ব্যাংক। 

এই রেটিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘আমরা ক্র্যাব থেকে দেশের প্রথম ব্যাংক হিসেবে ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে সম্মানিত বোধ করছি। এই অনন্য অর্জনটি সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, শক্তিশালী আমানতের ভিত্তি, সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য।’ 

সেলিম আর. এফ. হোসেন আরও বলেন, ‘ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আনন্দিত, যাদের অবিচল আস্থা আমাদের আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।’ 

ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন আরও বলেন, ‘সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা আমাদের বিজনেস মডেলের চারটি স্তম্ভ। গত কয়েক বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সেরা ক্রেডিট রেটিং, বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ। সর্বাধিক মার্কেট ক্যাপিটালাইজেশন এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ধারাবাহিক স্বীকৃতি। এই সবই আমাদের সুশাসন, আর্থিক দৃঢ়তা এবং দেশীয় ও বৈশ্বিক অঙ্গনে সুনামের প্রমাণ দেয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত