Ajker Patrika

আইএফআইসি ব্যাংকের সঙ্গে চুক্তি করল ইউনিসফট

আইএফআইসি ব্যাংকের সঙ্গে চুক্তি করল ইউনিসফট

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের সঙ্গে কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সলিউশন সফটওয়্যার চুক্তি সম্পন্ন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। 

রাজধানীর মতিঝিলে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসফটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ডিরেক্টর আবু মুস্তফা চৌধুরি সুজন। অন্যদিকে, আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস মো: নুরুল হাসনাত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ ক্রেডিট অফিসার শাহ মো: মইনুদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ অপারেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মো: মনিতুর রহমান ও হেড অব এইচআর ম্যানেজমেন্ট কে এ আর এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তি অনুযায়ী ইউনিসফট লিমিটেড, আইএফআইসি ব্যাংকের সকল শাখার কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সলিউশন (সিআরএমএস) সফটওয়্যার সেবা প্রদান করবে। 

চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের এবং ইউনিসফটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আইএফআইসি ব্যাংক দেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা আশা করছি, ইউনিসফট টিম সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে দেশের সফটওয়্যার খাতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত