মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রেস মিট’ আয়োজনের মাধ্যমে ‘বিশ্বাস ও প্রগতির পঁচিশ বছর’ উদ্যাপন শুরু করেছে। এই অনুষ্ঠান এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।
প্রেস মিটে সৈয়দ মাহবুবুর রহমান এমটিবির ২৫ বছরের পথচলা নিয়ে আলোচনা করেন, যেখানে ব্যাংকটির বাংলাদেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতির ওপর অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এমটিবির সাফল্যের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। বিগত ২৫ বছরে ১৩ লাখের বেশি গ্রাহকের সঙ্গে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের প্রতিফলন হলো আমাদের অগ্রগতি। ভার্চুয়াল ডেবিট কার্ড থেকে ডিজিটাল ন্যানো লোনের মতো উদ্ভাবনী সেবা দেওয়া আমাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে।’
বর্তমানে এমটিবির রয়েছে ১২০টি শাখা, ৪১টি উপ-শাখা, ৩৩৬টি এটিএম (যার মধ্যে ২৮টি সিআরএম অন্তর্ভুক্ত), ৩১১৭টি পজ টার্মিনাল, ১৮২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার,৩টি ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম),৮টি এয়ার লাউঞ্জ এবং ৪টি ফরেন এক্সচেঞ্জ বুথ, যার পেছনে কাজ করছেন সাড়ে তিন হাজারেরও বেশি এমটিবিয়ান।
এমটিবির কর্মী, গ্রাহকেরা এবং স্টেকহোল্ডারদের অবদানের প্রতি স্বীকৃতিস্বরূপ, সপ্তাহব্যাপী এই উদ্যাপন চলবে এমটিবি সেন্টার ও এমটিবি টাওয়ার সহ এমটিবির সব শাখা ও উপ-শাখা জুড়ে। ব্যাংকটি তাঁর গ্রাহকদের সঙ্গে বিশ্বাস ও প্রগতির পথে আরও এগিয়ে যাবে অদম্য গতিতে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রেস মিট’ আয়োজনের মাধ্যমে ‘বিশ্বাস ও প্রগতির পঁচিশ বছর’ উদ্যাপন শুরু করেছে। এই অনুষ্ঠান এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।
প্রেস মিটে সৈয়দ মাহবুবুর রহমান এমটিবির ২৫ বছরের পথচলা নিয়ে আলোচনা করেন, যেখানে ব্যাংকটির বাংলাদেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতির ওপর অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এমটিবির সাফল্যের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। বিগত ২৫ বছরে ১৩ লাখের বেশি গ্রাহকের সঙ্গে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের প্রতিফলন হলো আমাদের অগ্রগতি। ভার্চুয়াল ডেবিট কার্ড থেকে ডিজিটাল ন্যানো লোনের মতো উদ্ভাবনী সেবা দেওয়া আমাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে।’
বর্তমানে এমটিবির রয়েছে ১২০টি শাখা, ৪১টি উপ-শাখা, ৩৩৬টি এটিএম (যার মধ্যে ২৮টি সিআরএম অন্তর্ভুক্ত), ৩১১৭টি পজ টার্মিনাল, ১৮২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার,৩টি ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম),৮টি এয়ার লাউঞ্জ এবং ৪টি ফরেন এক্সচেঞ্জ বুথ, যার পেছনে কাজ করছেন সাড়ে তিন হাজারেরও বেশি এমটিবিয়ান।
এমটিবির কর্মী, গ্রাহকেরা এবং স্টেকহোল্ডারদের অবদানের প্রতি স্বীকৃতিস্বরূপ, সপ্তাহব্যাপী এই উদ্যাপন চলবে এমটিবি সেন্টার ও এমটিবি টাওয়ার সহ এমটিবির সব শাখা ও উপ-শাখা জুড়ে। ব্যাংকটি তাঁর গ্রাহকদের সঙ্গে বিশ্বাস ও প্রগতির পথে আরও এগিয়ে যাবে অদম্য গতিতে।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে অক্টোবর মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২ টাকা ৪৭ পয়সা কমিয়েছে সরকার। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমে ১ হাজার ২৪১ টাকা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে এর দাম ছিল ১ হাজার ২৭০ টাকা।
১ ঘণ্টা আগেএ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, এই রুলস বাস্তবায়ন হলে বিনিয়োগকারীর সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার ও ইস্যুয়ার কোম্পানির বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে। এতে বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের ওপর চাপও কমবে।
৩ ঘণ্টা আগেআগস্টে ক্রয় ব্যবস্থাপক সূচক ‘বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই) সূচক কমলেও সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়েছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশের মোট পিএমআই সূচক আগস্টের তুলনায় ০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫৯ দশমিক ১-এ দাঁড়িয়েছে, যা ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণের গতি বেড়েছে বলে বোঝা যায়।
৩ ঘণ্টা আগেঅর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমাকে একজন বলেছেন, স্যার, আপনি একটা পেপার লেখেন, একটা ফার্ম ২০ হাজারজনের জবাব দিয়ে দেবে কালকের মধ্যে। তবে দারিদ্র্য নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি স্বীকার করি।’
৪ ঘণ্টা আগে